• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রামগঞ্জে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা

  • ''
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২৪

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জে অভিযান চালিয়ে ৩টি ইটভাটার মালিককে ৭ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  বুধবার (৭ফেব্রুয়ারি) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনের বিভিন্ন ধারা লঙ্গনের দায়ে নোয়াগাও ইউনিয়নের মেসার্স রাবেয়া ব্রিকসের মালিককে ৩ লাখ, মেসার্স মোরশেদ ব্রিকসের মালিককে ২ লাখ ও ভোলাকোট ইউনিয়নের দেহলা জেবিএম ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads